কুষ্টিয়া প্রতিবেদক ::
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে দলীয় প্রার্থী হিসাবে মাঠে কর্মকান্ড জোরদার ও প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডল থেকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক দুই এমপিকে অতি সম্প্রতি ফোন করে দলীয় প্রার্থী হিসাবে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন। তবে কুষ্টিয়া-৩ (সদর) ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সুনিদিষ্ট তথ্য মেলেনি।
জানাযায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় একাধিক প্রার্থী থাকলেও কেবলমাত্র চুড়ান্ত প্রার্থীদেরই ফোন কলে প্রস্তুতি গ্রহনসহ নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর রাত ৯ টায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে ফোনে তাঁর কথাকোপন হয়। এসময় দলীয় প্রার্থী হিসাবে পুরোদমে মাঠ গোছাতে তাকে নির্দেশনা দেন তারেক রহমান। এছাড়া নারী কর্মীদের মাঠে নামিয়ে দলের প্রচারনাসহ ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরনের তাদিগ দেওয়া হয়।
রেজা আহমেদ বাচ্চু মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফোন পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। দৌলতপুরের ১৪টি ইউনিয়নের ই্উপি চেয়ারম্যান-মেম্বরসহ নেতা-কর্মীদের অংশ গ্রহনে গ্রামে গ্রামে চলছে দলীয় কর্মকান্ড। পাশাপাশি নারীদের নিয়ে শুরু করা হয়েছে উঠান বৈঠক।
অপরদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকেও ১৬ অক্টোবর রাতে ফোন করেন তারেক রহমান। দলীয় প্রার্থী হিসাবে তাকেও প্রস্তুতি গ্রহনসহ পুরোদমে মাঠ গোছাতে নির্দেশনা দেওয়া হয়। ফোন কলের নির্দেশনা সংক্রান্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে সৈয়দ মেহেদী আহমেদ রুমি জানান, আমি দলের নিবেদিত প্রান একজন মাঠের কর্মী। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দলটির সাথে নিরলসভাবে সম্পৃক্ত রয়েছেন তিনি। জনরায়ে বিপুল ভোটে তিনি বিজয়ী হওয়ার আশবাদ ব্যক্ত করেন।